Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে নাকাই ইউনিয়নঃ

এক নজরে নাকাই ইউনিয়নঃ

কালের স্বাক্ষী বহনকারী গোবিন্দগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো নাকাই ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ নাকই ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধমীয় অনুষ্ঠান, খেলা ধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে নিজস্ব স্বকিয়তা আজও সমুজ্জল।

(ক)নাম-০৮নং নাকাই ইউনিয়ন পরিষদ।

(খ) আয়তন-১৫(বর্গ কিঃমিঃ)

(গ) লোকসংখ্যা- ৩০২৮৮জন (প্রায়)।

(ঘ) গ্রামের সংখ্যা- ১১টি।

(ঙ) মৌজা সংখ্যা-১১টি।

(চ) হাট/বাজার সংখ্যা-০২টি।

(ছ) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম-সি এনজি, রিক্সা, ভ্যান।

(জ) শিক্ষার হার-৮০%।

সরকারী প্রাথমিক বিদ্যালয়-১৯টি।

বে-সরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়-০৭টি।

উচ্চ বিদ্যালয়-০৪টি।

এবতেদায়ী মাদ্রাসা-০৫টি।

দাখিল মাদ্রাসা-০৩টি।

(ঝ) দায়িত্বরত চেয়ারম্যান-জনাব, মোঃ সাজু খন্দকার

(ঞ) ইউপি ভবন স্থাপন কাল-০৩/১০/২০১০ইং।

(ট) নব গঠিত পরিষদের বিবরন।