যোগাযোগ ব্যবস্থাঃ
গোবিন্দগঞ্জ উপজেলার সদর থেকে নাকাই ইউনিয়নের দূরত্ব ১৮কিঃ মিঃ।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিক্সা কিংবা সিএনজি/ ভ্যান যোগে নাকাই/নাকাইহাট/বড়দহ ঘাট পার হয়ে নাকাই হাট থেকে রিক্সা কিংবা সিএনজি/ ভ্যান যোগে জেলা সদর যাতায়াত করা যায়।
উপজেলা থেকে ইউনিয়নে যাতায়াত ব্যবস্থাঃ দূরত্ব অনুমান প্রায়-১৫কিঃ মিঃ।
রিক্সা ভাড়ার হার-৩০-৪০টাকা (জন প্রতি)।
সিএনজি ভাড়ার হার-১৫-৩০ টাকা (জন প্রতি)।
নাকাই ইউনিয়ন থেকে বিভিন্ন গ্রামে যাতায়াতের তথ্যঃ গোবিন্দগঞ্জ থেকে কোমরপুর হয়ে, রথের বাজার হয়ে নাকাই ইউপিতে আসা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস